নিজস্ব প্রতিবেদন
১৫/০৬/২০২০
কলকাতার বড় বাজারে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনায় দুই শিশুকে চতুর্থ তল থেকে ছুঁড়ে ফেলে দেন এক ব্যক্তি। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু ঘটেছে দুই বছরের এক শিশুর, অপরজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
সূত্রের খবর, ৫৫ বছর বয়সী শিবকুমার গুপ্তর সঙ্গে গত কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল তারই প্রতিবেশী দুই সন্তানের পিতার। ভবনের কমন প্লেসে এই শিশুদের খেলা নিয়ে অভিযোগ তুলেছিলেন শিবকুমার। এ নিয়ে কিছুদিন আগে এক বিশাল বাকযুদ্ধও হয় দুই ব্যক্তির।
রবিবার এই দুই শিশুকে আবারো ভবনের কমন প্লেসে খেলতে দেখলে তিনি সম্বিৎ হারিয়ে ফেলে হঠাৎই এই দুই শিশুকে চতুর্থ তলা থেকে ছুঁড়ে ফেলে দেন। গুরুতর অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ২ বছরের শিশুটিকে মৃত ঘোষণা করে হাসপাতাল কতৃপক্ষ এবং ৬ বছরের অপর শিশুটি প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে জখম হওয়ায় হাসপাতালে প্রাণ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত শিবকুমার গুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, সোমবার এক মনোরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।