অর্পন, খবর দিনরাত: লাদাখের নিয়ন্ত্রণরেখায় চিন ভারত সংঘর্ষের মাঝেই সিকিম সেক্টরে এবার লালফৌজের উঁকি। নয়াদিল্লি সূত্রে খবর ডোকলাম সীমান্তে ৫-৬ জন পিএলএ জওয়ানকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। জানা যায় গত দুদিন আগে ডোকলামের মালভূমিতে চিন সেনারা রেইকি করে গেছিল। প্রতিরক্ষা মন্ত্রী সূত্রে খবর ভুটান সেনার আউটপোস্টে বেশ কিছুক্ষণ চিন সেনারা সময় কাটিয়ে ডোকলাম পর্যন্ত এগিয়ে এসে সেখানকার ভূ-কৌশলগত ছবি তোলে।
চিন ভারত সংঘর্ষের অনেক আগে থেকেই বিদেশমন্ত্রক সন্তুষ্টি প্রকাশ করেনি নেপালের সাথে ড্রাগনের সখ্যভাব নিয়ে। তবে এখন প্রতিবেশী ভুটানের সঙ্গে চিনের সখ্যতাকে কেন্দ্র করে দুশ্চিন্তায় ভারত। এমনকি ভারতীয় সেনারা মনে করছেন ভুটান,চিনের ‘বাফার’ হিসেবেও কাজ করতে পারে।