অর্পন, খবর দিনরাত: নরমে নয় এবার গরম হতে হবে! অর্থাৎ চিনের উপর চাপ বৃদ্ধি করতে হবে! কেন্দ্রীয় সরকারকে এমনই আবেদন জানালো ভারতের অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ। তাঁর মতে চিনকে আঁটকাতে গেলে সংস্কার দরকার রয়েছে ভারতের বিদেশনীতিতে। আন্তর্জাতিকভাবেই রাজনৈতিক এবং অর্থনৈতীক দিক থেকে চিনের উপর চাপ সৃষ্টি করতে হবে এই মুহুর্তে। তবেই আগ্রাসন কমবে চিনের।
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই, ভারতের উপর চটেছিল চিন। বিরোধীতা শুরু করেছিল ভারতের এই সরকারের উপর। প্রাক্তন কূটনীতিবিদ কে.সি. সিং এর কথায় তখনই চিনের এরকম আচরণ দেখে আমাদের সজাগ হওয়া উচিত ছিল। এরপর আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক এবং আমেরিকার চিনকে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য দায়ি করার পরই ভারতের সাথে প্রত্যক্ষভাবে বিরোধে জড়ায় চিন। এতে অবাক হওয়ার কিছু নেই বলেই দাবি কে.সি সিংয়ের।