অর্পন, খবর দিনরাত: লাদাখে সীমান্ত সংঘাতের মাঝে আতঙ্ক রাজস্থানে। শুক্রবার সকালে রাজধানী জয়পুর থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দূরে রাজস্থানের জালোর জেলার সানচোর শহরে আকাশ থেকে মাটিতে পড়া এক রহস্যময় বস্তুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাটিতে পড়ার সাথে সাথে তীব্র শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা।
প্রত্যক্ষদর্শী হিসেবে সানচোরের এক বাসিন্দা জানান , এদিন সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই আকাশ থেকে জ্বলন্ত কিছু একটা পড়তে দেখেন তিনি। তাঁর প্রথমেই মনে হয়েচিল সেটা কোনও বোমা। তারপর প্রচন্ড শব্দ হওয়াতে বিস্ফোরণ সন্দেহে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। ঘুম ভেঙে গেলে, উঠে আসতে থাকেন প্রতিবেশীরাও। প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এলাকাতে জানিজানি হওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। সকাল ৭ টা নাগাদই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং তথ্য দফতরের আধিকারিকেরা।